BISHNUPRIYA GO AMI CHOLE JAI BY MANSUR FAKIR

 

মনসুর ফকির ও তার সম্প্রদায়

এই গানটির পদকর্তা অজ্ঞাত

গানটির চরণঃ
--------------------
বিষ্ণুপ্রিয়া গো, বিষ্ণুপ্রিয়া, আমি চলে যাই।
বিষ্ণুপ্রিয়া গো, বিষ্ণুপ্রিয়া, আমি চলে যাই।।
কি আবেশে বাহুডোরে, তুমি আছ ঘুম ঘোরে
জাগিয়া দেখিবে আমি নাই।।
শোন মোর গৌরবাসী, আমি কৃষ্ণ অভিলাসী
কী নিঠুর নদের নিমাই !
ঘরে কি রহিতে পারি, কৃষ্ণ থাকে গাছের ডালে
প্রেমডোরে জরেছে নিমাই।।


No comments:

Post a Comment