JASHODE MA TOR BY MANSUR FAKIR



যশোদে মা তোর কৃষ্ণধন দে গোষ্ঠে লইয়া যাই।
ও তোর সব রাখালে গ্যাছে চলে
কেবল বাকি আছে ও ভাই কানাই বলাই
 
দে মা গোষ্ঠে যাই।

গগনেও ছিল ভানু 
দাঁড়ারে ভাই নন্দের কানু
বাথানেতে বাধা ধেনু
সারা নিশি
ও তুই মায়ের কোলেই ওরে ঘুমায়ে রইলি
ও তোর ঘুম ভাঙ্গে না ও ভাই কানাই বলাই রে
দে মা গোষ্ঠে যাই।

আমরা সবে এই রাখালগনে 
থাকি গো মা বনে বনে
মনিজনার দ্বারে দ্বারে এসে মা কতই ভিক্ষা চাই
যশোদে মা তোর কৃষ্ণধন দে গোষ্ঠে লইয়া যাই।

পদকর্তাঃ অজ্ঞাত
নির্মাণঃ দেবাশিষ বোস

No comments:

Post a Comment